অজানা প্রতিশ্রুতি
আজ অনুরাগের মেজাজ বেজায় গরম। দিনটা শুরুই হলো বিশ্রী একটা ফোন কল দিয়ে। ঘুমের ঘোরে কল রিসিভ করতেই অনুরাগের কানে ভেসে এলো সম্পাদকের রুদ্ধ কণ্ঠস্বর। তাকে কিছু বলার সুযোগ না দিয়েই ঝড়ের গতি তে নিজের বক্তব্য রাখলেন সম্পাদক মহোদয়। –আর কত সময় লাগবে অনুরাগ তোমার গল্পটা লিখতে? –ইয়ে… –পত্রিকাটা যে আগামী মাসের পহেলা তারিখে প্রকাশিত হবে সেইটা আশা করি তোমার মনে আছে। দেখো অনুরাগ, আমি পরিষ্কার বলে দিচ্ছি তোমাকে আরও চার দিন সময় দিতে পারবো। এর মধ্যে যদি লেখা জমা দিতে পারো তাহলে ভালো, না হলে তোমার সাথে আমাদের সব কন্ট্রাক্ট বাতিল করতে আমি বাধ্য হবো। এখন তাহলে রাখছি, মনে থাকে যেন চার দিন সময় রইলো তোমার হাতে। মোবাইল পাশে নামিয়ে রেখে এক দীর্ঘ নিঃশ্বাস ফেললো অনুরাগ। অনুরাগ যে খুব জনপ্রিয় লেখক না তা সে নিজেও জানে। বহু প্রকাশক কে নিজের লেখা পাঠিয়েছে অনুরাগ, কিন্তু সবার থেকে একই উত্তর পেয়েছে, “আপনার লেখা ভালোই লাগলো কিন্তু এই গল্প আমরা প্রকাশিত করতে পারব না। আসলে কি জানেন আপনার লেখায় কোনো জৌলুস নেই, এই গল্প পাঠক কে আকর্ষিত করতে পারবে না।“ অবশেষে একটা মাসিক পত্রিকায় লেখার সুযোগ পেল অনুরাগ। এক ...