Posts

Showing posts from August, 2020

অজানা প্রতিশ্রুতি

Image
    আজ অনুরাগের মেজাজ বেজায় গরম। দিনটা শুরুই হলো বিশ্রী একটা ফোন কল দিয়ে। ঘুমের ঘোরে কল রিসিভ করতেই অনুরাগের কানে ভেসে এলো সম্পাদকের রুদ্ধ কণ্ঠস্বর। তাকে কিছু বলার সুযোগ না দিয়েই ঝড়ের গতি তে নিজের বক্তব্য রাখলেন সম্পাদক মহোদয়। –আর কত সময় লাগবে অনুরাগ তোমার গল্পটা লিখতে? –ইয়ে… –পত্রিকাটা যে আগামী মাসের পহেলা তারিখে প্রকাশিত হবে সেইটা আশা করি তোমার মনে আছে। দেখো অনুরাগ, আমি পরিষ্কার বলে দিচ্ছি তোমাকে আরও চার দিন সময় দিতে পারবো। এর মধ্যে যদি লেখা জমা দিতে পারো তাহলে ভালো, না হলে তোমার সাথে আমাদের সব কন্ট্রাক্ট বাতিল করতে আমি বাধ্য হবো। এখন তাহলে রাখছি, মনে থাকে যেন চার দিন সময় রইলো তোমার হাতে। মোবাইল পাশে নামিয়ে রেখে এক দীর্ঘ নিঃশ্বাস ফেললো অনুরাগ। অনুরাগ যে খুব জনপ্রিয় লেখক না তা সে নিজেও জানে। বহু প্রকাশক কে নিজের লেখা পাঠিয়েছে অনুরাগ, কিন্তু সবার থেকে একই উত্তর পেয়েছে, “আপনার লেখা ভালোই লাগলো কিন্তু এই গল্প আমরা প্রকাশিত করতে পারব না। আসলে কি জানেন আপনার লেখায় কোনো জৌলুস নেই, এই গল্প পাঠক কে আকর্ষিত করতে পারবে না।“ অবশেষে একটা মাসিক পত্রিকায় লেখার সুযোগ পেল অনুরাগ। এক ...

Kalopsia by Sreya Mukherjee

Image
Farzana was lying on the tattered mattress and looking at the grimy ceiling with unseeing eyes. The day she dreaded the most has finally dawned, the first day of the new session at school. It was very unlikely of her because each year she looked forward to this day. She is an inquisitive and diligent girl and is always eager to learn new and exciting stuff. But things are going to be different this year and there is nothing she can do to avoid it. Her eyes darted to the clock on the wall. It was quite a simple clock sans adornment yet it did just fine what it was meant to do, tell the time, albeit ten minutes late. The face of the clock showed it was 6:30 and the wedge of the sunlight sliding in through the ventilator attested that it was 6:30 a.m., or more accurately 6:40 a.m. Farzana let out a resigned sigh. The least she could do to redeem herself in the already doomed day was to reach school in time. In their tiny, shabby one room house it wasn’t difficult to guess what the other f...